Google

ফোন চুরি হলে চোরের বাপও নেই যে ফোনের লক খুলবে বা রিসেড দিবে😲 | [MI User] Must see

আসসালামু আলাইকুম


সুপ্রিয় পাঠক আপনাকে আন্তরিক সুভেচ্ছা জানাই আমার এই টিউন টি পড়ার জন্য কস্ট তখনি লাগে যখন হাজার হাজার ভিজিটর পোস্ট পড়ে উপকৃত হন/না হয় কোন কমেন্ট লাইক না দিয়ে মজা নিয়ে চলে যায় ফলে উৎসাহ না পেয়ে লেখক এর পোস্ট করার রুচি কমে যায়।
যা হোক আশাকরি আপনি এরকম নাহ অবশ্যই মতামত দিবেন↓↓


মূল বিষয় :

আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ফোন চুরি/ছিনতাই অহরহ ঘটেই চলেছে। ফোনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ফটো, ফাইল সবই থাকে কিন্তু সে ফোন টি যদি কোনো ছিনতাই কারি বা চোরের হাতে যায় তাহলে চোরের প্রধান কাজ টি হবে ফোন টিকে রিসেট,ফ্ল্যাশ দেওয়া😒 যাতে ফোনে কিছুই না থাকে। আর ফোন টি রিসেট বা ফরম্যাট করে দেয় তাহলে কেমন লাগবে ভেবে দেখুন।ডিলেট বা ফরম্যাট থেকে রেহাই পাওয়ার জন্যই আজকের এ টিপসটি।
☑️এ ট্রিকটি সাওমি (MI) ফোনে সহজে ব্যবহার করতে পারবেন।
☑️আর অন্য কোনো ব্র্যান্ডের ফোনে এ সেটিং থাকে তাহলে সে ফোনেও ব্যবহার করতে পারবেন।
তো চলুন শুরু করা যাক…..
✳️✳️ আপনার ফোনের সেটিংস অপশনে জান। তারপর স্কিনসর্ট ফলো করুন




✳️✳️ Off থাকবে সেটা অন করে দিয়ে দিন আর next অপশনে ক্লিক করে দিন

✳️✳️আপনার ফোনে যে পিন/প্যাটার্ন ব্যবহার করেন সেটা দিয়ে দিন

✳️✳️Got it এ ক্লিক দিন

✳️✳️তারপর নিচের মতো pattern, pin, password আসবে। আপনাদের যেটা ভালো লাগবে সেটাতে ক্লিক দিন।
আমি প্যাটার্ন এ দিলাম

✳️✳️২ বার সেম লক দিয়ে confirm এ ক্লিক দিন

✳️✳️তারপর Home এ এসে ফোনটি অফ বা রিবোড দিন

✳️✳️যখন ফোনটি ওন হবে তখন এ রকম আসবে। আপনি যে pin,pattern, password ব্যবহার করেছেন সেটা দিয়ে দিন তাহলে ফোনটি খুলে জাবে। রিসেট করতে গেলেও সেম পিন/ প্যাটার্ন চাইবে ।সো কেউ রিসেট করতে পারবে না পিন/প্যাটার্ন ছারা।


এভাবে কাজ করলে চোরের বাপও ফোনটিকে রিসেট করতে পারবে না।
আপনার অনুমতি ছাড়া ফোন অফ/অন/লক/আনলক/রিসেট/হার্ড রিসেট কোন কিছুই করতে পারবে না এই পদ্ধতি ব্যবহার করলে। টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, কমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!
আবারও ধন্যবাদ সবাই কে

Blog Archive